আন্তর্জাতিক ডেস্ক : রুশ সেনাদের ব্যাপক হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহরে ২১ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ ইউক্রেনীয় বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে কিছুটা দূরে অবস্থিত মেরেফা শহরে ওই হামলা হয়। এতে সেখানকার একটি স্কুল ছাড়াও একটি সাংস্কৃতিক কেন্দ্র বিধ্বস্ত হয়েছে।
শহরটির স্থানীয় এক কর্মকর্তা এক ফেসবুক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানান, হতাহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। খারকিভ মেরেফা শহর থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তরে অবস্থিত। যেখানে গত সপ্তাহ থেকেই তীব্র রাশিয়ান বিমান হামলা চলছে। এতে শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও প্রাণহানির ঘটনা ঘটছে।
এর আগে গতকাল বুধবার (১৬ মার্চ) ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত চেরনিহিভ শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে রুটির জন্য লাইনে দাঁড়ানো ১০ ইউক্রেনীয়কে হত্যা করে রাশিয়ান সৈন্যরা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর দীর্ঘ ২২ দিনে গড়িয়েছে দুই দেশের এই সংঘাত। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা হামলায় এর জবাবও দিচ্ছে ইউক্রেন। দুই দেশের চলমান এই লড়াইয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেমন রাশিয়ার চতুর্থ জেনারেল নিহতের দাবি করেছেন, তেমনি রাশিয়ার এই সামরিক অভিযানের কারণে বিশ্বব্যাপীই সমালোচনার শিকার হচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি মার্কিন সিনেটের পক্ষ থকে পুতিনকে যুদ্ধাপরাধীও আখ্যা দেওয়া হয়েছে।