ঢাকা : টানা দরপতনে পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই তলানিতে নেমেছিল। গত মঙ্গলবার বিএসইসির নতুন সিদ্ধান্তে দরপতন থেমেছে পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হাজার কোটির ঘর অতিক্রম করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮৭ কোটি ৮৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭৭৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৫১ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৭ কোটি ৯৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।