বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিপর্যস্ত জনজীবন। কোনোভাবেই এ মহামারি নিয়ন্ত্রণে থাকছে না। তবে টিকাকরণ অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমেছে।

বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪ কোটি ৬৬ লাখ ১১ হাজার ৪৯৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ১৯ হাজার ৪৩৪ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১ লাখ ৫৮ হাজার ১৫২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ১২০ জনের। যা আগের দিনের তুলনায় শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে।

রবিবার (৬ মার্চ) গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৭০ হাজার ৫৩৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ৬৩৭ জনের। যা আগের দিনের তুলনায় শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। শনিবার (৫ মার্চ) এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৯১০ জনের।

করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৯ লাখ ১৭ হাজার ৫২২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৪ হাজার ২০ জনের।

করোনা শনাক্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ২৯ লাখ ৬৭ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ১৩৩ জনের।

শনাক্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৪৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫২ হাজার ২০৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com