অনলাইন ডেস্ক: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) বোর্ড অব গভর্নরসের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) এনডিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালে ব্রিকস এনডিবি প্রতিষ্ঠা করে।
এনডিবির বোর্ড অব গভর্নরস ২০২০ সালের শেষের দিকে সম্ভাব্য সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য তিনটি দেশের ব্যাংককে অনুমোদিত করেছিল। এক দফা সফল আলোচনার পর এনডিবি বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), উরুগুয়েকে নতুন সদস্য দেশ হিসেবে অনুমোদন দিয়েছে।
এনডিবির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়েজো বলেন, আমরা বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকে এনডিবি পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত।
এনডিবি -তে নতুন সদস্যদের অবকাঠামো এবং টেকসই উন্নয়নে তাদের সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম থাকবে। আমরা ক্রমান্বয়ে এবং সুষম পদ্ধতিতে ব্যাংকের সদস্যপদ সম্প্রসারণ অব্যাহত রাখব।