ইউক্রেনীয় শরণার্থী দশ লাখ, আইসিসির তদন্তের মুখে রাশিয়া

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলার এক সপ্তাহের মধ্যে ইউক্রেনীয় শরণার্থীর সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। জীবন বাঁচাতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন তারা। অপরদিকে ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে কি না সে বিষয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইটবার্তায় বলেন, ‘মাত্র সাত দিনে আমরা ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে এক মিলিয়ন শরণার্থীর প্রস্থান দেখেছি।’

তিনি বলেন, ‘ইউক্রেনে থাকা আরও কয়েক মিলিয়ন মানুষের সাহায্য প্রয়োজন। যুদ্ধ থামানোর সময় এসেছে, যাতে তাদেরকে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়।’

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে, তিনি অবিলম্বে ইউক্রেনে সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবেন। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে আবেদন করেছে আইসিসির ৩৯টি সদস্যরাষ্ট্র।

প্রসিকিউটর ড. করিম খান বলেন, এসব আবেদন ২১ নভেম্বর ২০১৩ থেকে ইউক্রেনের পরিস্থিতি তদন্ত করতে সক্ষম করে তুলেছে। এর ফলে যে কারো মাধ্যমে ইউক্রেনের যেকোনো অংশে সংঘটিত যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার অভিযোগের তদন্ত করা সম্ভব হবে।

রাশিয়া, বেলারুশে বিশ্বব্যাংকের কার্যক্রম স্থগিত
ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়া ও তার মিত্রদেশ বেলারুশে সকল কার্যক্রম স্থগিত করেছে বিশ্বব্যাংক। এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে সংযুক্ত করার পর ২০১৪ সাল থেকে রাশিয়ায় কোনো নতুন ঋণ বা বিনিয়োগ অনুমোদন করেনি বিশ্বব্যাংক।

ব্যাংকটি বলেছে যে, এটি ২০২০ সালের মাঝামাঝি থেকে বেলারুশকে কোনো নতুন ঋণ অনুমোদন করেনি। সেসময়ে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের কারণে দেশটির ওপর নিষেধাজ্ঞারোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের দাবি ৭ হাজার, রাশিয়া বললো নিহতের সংখ্যা ৪৯৮
ইউক্রেনের দাবি হামলায় অন্তত ৭ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। তবে রাশিয়া এই দাবি অস্বীকার করে জানিয়েছে, দেশটিতে ‘বিশেষ অভিযানে’ নিহতের সংখ্যা ৪৯৮ জন। এর মাধ্যমে ইউক্রেনে হতাহত সেনাদের বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করলো রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সামরিক উপদেষ্টা বুধবার বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর ৭ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে এবং বন্দী হয়েছে সিনিয়র অফিসারসহ কয়েকশ সেনা।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের এই দাবির সঙ্গে একমত নয়। তারা জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৯৮ রুশ সেনার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৫৯৭ জন।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে যে, রাশিয়ার হামলায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বৃহস্পতিবার জানিয়েচে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিকের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com