আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে আলোচনার জন্য শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটোর সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এ আলোচনায় সভাপতিত্ত্ব করবেন প্রতিষ্ঠানটির সাধারণ সচিব জেন্স স্টোলেনবার্গ। ন্যাটো জোটের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
ইউক্রেন ন্যাটো জোটভুক্ত নয়। তাই ইউক্রেনে রুশ হামলার জবাবে সামরিক পদক্ষেপ না নেয়ার ব্যাপারে এখনও অটল ন্যাটো।
এছাড়া রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের ওপর নো ফ্লাই জোন কার্যকরে কিয়েভের দাবিও প্রত্যাখ্যান করেছে ন্যাটো। কারণ হিসেবে ন্যাটো বলেছে, এতে মস্কোর সঙ্গে সামরিক সংঘাত শুরুর আশংকা রয়েছে।
বিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গের সঙ্গে এস্তোনিয়া সফরে গিয়ে বলেছেন, আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে রুশ বিমানকে ইউক্রেনের আকাশে ভুপাতিত করতে হবে। এতে সংঘাত অনিবার্য হয়ে উঠবে।
করোনা মহামারির কারণে ন্যাটোর সদর দপ্তরে সীমিত সংখ্যক মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যেসব গণমাধ্যমকর্মীরা এই আলোচনা অনুষ্ঠানটিতে থাকবেন, তাদের অবশ্যই অ্যাক্রিডিটেশন থাকতে হবে। তবে যাদের ন্যাটোর বাৎসরিক অ্যাক্রিডিটেশন আছে তাদের জন্য ছাড় রয়েছে। তবে সাংবাদিকরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
ন্যাটো জোটবিহীন দেশে সরাসরি সামরিক সহযোগিতা প্রদানের আইনগত কোনো সুযোগ নেই ন্যাটোর। তবে তারা পূর্ব ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোতে এক হাজারেরও বেশি সৈন্য পাঠিয়েছে।
সূত্র: ন্যাটো অফিসিয়াল ওয়েবসাাইট