আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। হামলা হয়েছে কিয়েভে থেকে ৭৫ মাইল দূরে অবস্থিত ইউক্রেনের ঝাইতোমির শহরেও। সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি, আল জাজিরা ও রয়টার্সের।
এই হামলায় টিভি কন্টোল রুম ও বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই ইউক্রেনের বেশ কিছু টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়।
হামলার বিষয়টি উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কার্যালয় থেকে তার প্রধান কর্মকর্তা অ্যান্ড্রি ইয়েরমার্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘বাবিন ইয়ার মেমোরিয়াল কমপ্লেক্স এলাকায় ভয়াবহ ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে।’
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই হামলায় টেলিভিশন টাওয়ারের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে টেলিভিশন চ্যানেলগুলো সাময়িক সময়ের জন্য কাজ করবে না।
অবশ্য এই হামলার ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আগেই বলা হয়েছিল যে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দেশটির ইন্টেলিজেন্স সার্ভিসের অবকাঠামোতে হামলা চালাবে। সে কারণে তারা এ সকল অবকাঠামোর আশেপাশে বসবাসকারী সাধারণ নাগরিককে সরে যেতে বলেছিল।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে ঝাইতোমিরে মূলত হামলা হয়েছে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে। এই হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টা অ্যান্তন জায়রেশচেঙ্কো বলেছেন, ‘হামলায় চারজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন শিশুও রয়েছে।’