স্পোর্টস ডেস্ক : পেনাল্টি থেকে গোল করে শুরুতে এগিয়ে যেতে পারতো পর্তুগাল। তবে পেনাল্টি মিস করে দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হলো না আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের একক রেকর্ড গড়া। এরপর এগিয়ে গেলো আয়ারল্যান্ড। কিন্তু তখনও হতোদ্যম হয়নি পর্তুগাল।
তবে শেষ পর্যন্ত রোনালদোকে আর ঠেকানো যায়নি। ম্যাচের ৮৭ মিনিটে একটি ও যোগ করা সময়ে আর একটি মোট দুটি গোল করে তার দেশকে শুধু জয়ই এনে দেননি, গড়েছেন নতুন ইতিহাসও। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন! ১১১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিস্তিয়ানো রোনালদো।
গত জুনে ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেই ইরানের আলী দাইয়ির ১০৯ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন পাঁচবারের ব্যালনডিঅর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের কাছে পর্তুগালের বিদায় নিলে অপেক্ষার প্রহর আরও বাড়ছিল তার।
কিন্তু এবার বিশ্বকাপ বাছাইয়ের পর্বে আড়াই মাস পর নিজেদের মাঠ এস্তাদিও আলগ্রেভে নতুন এই রেকর্ডটা করেই ফেললেন ৩৬ বছর বয়সী সদ্য জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এই ফুটবলার।