আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সীমান্তের তুষারে ঢাকা একটি মাঠে এক নবজাতকসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে কানাডার পুলিশ। বুধবার এসব মরদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলছেন, প্রচণ্ড শীতের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
মানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) অ্যাসিস্ট্যান্ট কমিশনার জ্যান ম্যাকল্যাচি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন পুরুষ, একজন নারী, এক কিশোর ও এক নবাজতক শিশু রয়েছে। বুধবার মানিটোবা এলাকার এমারসনের কাছে মরদেহগুলো পাওয়া যায়।
মার্কিন কর্মকর্তারা জানান, মৃতরা কোনো একটি ভারতীয় পরিবারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা হয়ত যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন।
বুধবার স্থানীয় সময় সাড়ে ৯টার দিকের কানাডার পুলিশকে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল টিম সতর্ক বার্তায়। তারা জানায়, ওই এলাকা দিয়ে সীমান্ত পারাপারের সময় একদল মানুষকে গ্রেফতার করা হয়েছে। এলাকাটি অবৈধ অনুপ্রবেশের জন্য পরিচিত।
এক মার্কিন কর্মকর্তা কানাডার টিমকে জানান, নবজাতকের সরঞ্জাম থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তার সঙ্গে কোনও শিশুকে খুঁজে পাওয়া যায়নি। এরপর তল্লাশি চালায় কানাডার পুলিশ। স্থানীয় সময় দেড়টার দিকে মার্কিন সীমান্ত থেকে ১২ মিটার দূরে নবজাতকসহ চারজনের মরদেহ পাওয়া যায়।
খবর বিবিসি