ঢাকা : দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক দি সিটি ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কালেকশন অ্যান্ড রিকোভারি বিভাগে লোকবল নিয়োগে দেবে। এ পদে আবেদনের জন্য কোনো ধরণের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ফি লাগবে না।
পদের নাম : অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের স্নাতক ও মাস্টার্স পাস করতে হবে।
প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনার স্কিল থাকতে হবে।
প্রার্থীদের মধ্যে নেগাশিয়েশনের স্কিল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে অফিস অ্যাপলিকেশন কাজ ভালোভাবে জানতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীকে চট্টগ্রামে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ১৭০০০ টাকা। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ২৪ জানুয়ারি, ২০২২