বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিউম্যান রিসোর্সেস ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিনিয়র ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস ডিভিশন)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে কমপক্ষে সেকেন্ডে ক্লাস থাকতে হবে। এমবিএ বা এইচআরএম ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক/ এনবিএফআই/এমএনসিতে ন্যূনতম ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে লেবার ল, ডিসিপ্লিনারি প্রসেডিংস ও টেক সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজে আগ্রহ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী, বিশেষ করে এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ : ২৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।