জনবল নেবে বিমান বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে ৭৩৮ জন লোক নিয়োগ দেবে। যোগ্যতা সম্পন্ন যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পদ অনুসারে নির্ধারিত আবেদন ফি প্রদান করতে হবে।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

ক শ্রেণি ভুক্ত পদসমূহ : সিস্টেম ইঞ্জিনিয়ার পদে ২১ জন, মেট্রোলজিস্ট পদে ৪ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ পদে ৫জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি/ ফ্লাইট ডাটা মনিটরিং পদে ৪জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল) পদে ২৫জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/কোর্ট অ্যাফেয়ার্স পদে ৩টি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট পদে ১জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস পদে ৫জন, মেডিকেল অফিসার পদে ৩জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ ( প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস) পদে ১জন পদে নিয়োগ দেওয়া হবে।

খ শ্রেণি ভুক্ত পদসমূহ : এয়ারক্রাফট মেকানিক পদে ৩০ জন, জুনিয়র টেইলর কাম আপহোলস্টার পদে ৩ জন, ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১০জন, প্লানিং অ্যাসিস্ট্যান্ট পদে ৭ জন, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে ১০০ জন, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে ৩০ জন, একাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ১০ জন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ১৪জন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে ২০জন, অডিট অ্যাসিস্ট্যান্ট পদে ৫জন, শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট পদে ৪জন, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, জুনিয়ার এয়ারকন মেকানিক পদে ১জন, জুনিয়র ওয়েল্ডার জিএসই পদে ২জন, জুনিয়র পেইন্টার জিএসই পদে ২জন, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই পদে ২জন, জুনিয়র এমটি মেকানিক পদে ৯ জন পদে নিয়োগ দেওয়া হবে।

গ শ্রেণি ভুক্ত পদসমূহ : জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল) পদে ১৯ জন, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল) পদে ১৭জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল) পদে ১০ জন, এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদে ৪০জন নিয়োগ দেওয়া হবে।

ঘ শ্রেণি ভুক্ত পদসমূহ : সিকিউরিটি গার্ড ( ক্যাজুয়াল) পদে ১০০টি, কার্গো হেলপার/ ট্রাফিক হেলপার পদে ২০০ জন, এয়ারক্রাফট সুইপার (ক্যাজুয়াল) পদে ৪০ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদন যেভাবে : আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদন ফি : বিজ্ঞপ্তি অনুসারে ক শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ৫৬০ টাকা, খ ও গ শ্রেণিভুক্ত পদের জন্য আবেদন ফি ৩৩৬ টাকা এবং ঘ শ্রেণিভুক্ত পদের আবেদন ফি ১১২ টাকা প্রদান করা হবে।

আবেদনের সময় : আবেদন শুরু ১৬ জানুয়ারি থেকে। চলবে ৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com