মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে শাহ আলম রাসায়নিক গুদাম সংলগ্ন প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে এই অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, দায়দায়িত্ব এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে।

১৬ জনের মর্মান্তিক মৃত্যুর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানা গেছে, তদন্ত কমিটি যেসব বিষয় খতিয়ে দেখবে, তার মধ্যে রয়েছে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি ছিল কি-না, কারখানার ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত ও আহত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। কর্মস্থলে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা করা হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com