র্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা পুয়ের্তো রিকো শক্তিশালী আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না। দুই দলের বিশাল পার্থক্য পরিষ্কার ফুটে উঠল ম্যাচের ফলে। বুধবার (১৫ অক্টোবর) সকালে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দাপুটে জয় তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে দুটি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন লিওনেল মেসি।
যুক্তরাষ্ট্রের চেজ স্টেডিয়ামে আলবিসেলেস্তেরা ম্যাচের শুরু থেকেই পুয়ের্তো রিকোর উপর নিজেদের দাপট বজায় রাখে। বল পজেশন থেকে আক্রমণ, সব বিভাগেই প্রতিপক্ষ থেকে তারা ছিল যোজন যোজন এগিয়ে। ম্যাচের ১৪তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে আর্জেন্টিনা এগিয়ে যায়। নিকোলাস গঞ্জালেসের শটে মাথা ছুঁইয়ে তিনি গোলের খাতা খোলেন।
২৩তম মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ডান দিক থেকে লিওনেল মেসির মাপা পাসে বল জালে জড়ান গঞ্জালো মন্টিয়েল। এই অ্যাসিস্টের মাধ্যমে মেসি আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এবং যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডোনোভানকে ছাড়িয়ে এককভাবে ৫৯ অ্যাসিস্ট নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক হন। ৩৬তম মিনিটে আবারও ম্যাক অ্যালিস্টারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর কোচের পরিবর্তন এবং খেলার ধারায়ও নতুনত্ব আসে। ৬৪তম মিনিটে পুয়ের্তো রিকোর আত্মঘাতী গোলে আর্জেন্টিনার স্কোরলাইন ৪-০ হয়। এরপরের দুটি গোলই আসে বদলি হিসেবে মাঠে নামা লাউতারো মার্টিনেজের পা থেকে।
৮৪তম মিনিটে মেসির ব্যাক হিল থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের প্রথম গোল করেন মার্টিনেজ। আর এই অ্যাসিস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ৬০-এ। ইনজুরি টাইমে লাউতারো নিজের দ্বিতীয় গোলটি করলে আর্জেন্টিনা ৬-০ গোলের বড় জয় নিশ্চিত করে।