রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে পাশে থাকা একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আজ সন্ধ্যা সাতটায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এতথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ব্রিফিংয়ে জানানো হয়, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, আরও সময় লাগবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিহতদের লাশ বের করা হচ্ছে, এগুলো অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল পাঠানো হবে।
এর আগে বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ বেলা ১১টা ৫৬ মিনিটে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও সাতটি ইউনিট পাঠানো হয়। মোট ১২টি ইউনিট অগ্নি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে ১২টায় হঠাৎ করে ওই পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও। এরপরই সব এলোমেলো হয়ে যায়। শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামে কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, ‘দু’টি প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাততলা। এর চারতলায় আগুন লেগেছে। আমরা পোশাক কারখানার এই আগুন মোটামুটি নিভিয়ে ফেলেছি। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এটা এখনও নিয়ন্ত্রণে আসেনি।’ রাসায়নিক কারখানায় ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরপরে তাদের সাথে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি। খবর নিয়ে জানা গেছে, স্থানটি ঘিরে রেখেছে বহু মানুষ। অনেকে তাদের স্বজনদের খুঁজে না পেয়ে উদ্বেগ প্রকাশ করছেন।