ট্রাম্পের এক ঘোষণায় ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন হাওয়া

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চীনের রপ্তানি পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় টালমাটাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) দেশটির বাজারে বড় দর পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে একদিনে ২ ট্রিলিয়ন ডলার বাজারমূলধন হাওয়া হয়ে গেছে।

খবর সিএনবিসির।

শুক্রবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের উপর আগামী ১ নভেম্বর থেকে (অথবা তার আগেই) অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। বর্তমানে চীনের পন্যের ওপর শুল্ক আছে ৩০ শতাংশ। বাড়তি শুল্ক আরোপ করা হলে সব মিলিয়ে দেশটিতে শুল্কের হার দাঁড়াবে ১৩০ শতাংশে। ট্রাম্পের এ ঘোষণা কার্যকর হলে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু হওয়া এবং বিশ্বঅর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করা হচ্ছে। এ আশংকারই তীব্র প্রভাব পড়ে পুঁজিবাজারে।

সিএনবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে শুক্রবার সকালটা শুরু হয়েছিল উজ্জ্বল আলো নিয়ে। শুরু থেকেই বাজার ছিল উর্ধমুখী। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের নির্বাচিত ৫০০ কোম্পানির মূল্যসূচক এসঅ্যান্ডপি ৫০০ সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছার কাছাকাছি ছিল। এর মধ্যেই যেন বিনা মেঘে বজ্রপাত হয়। ট্রাম্পের ঘোষণার খবর চাওর হতেই কালো মেঘে ঢেকে যায় পুঁজিবাজারের আকার। প্রবতর বিক্রির চাপে কমতে থাকে সব মূল্যসূচক। এর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ২.৭০ শতাংশ (১৮২.৬০ পয়েন্ট) কমে ৬ হাজার ৫৫২ দশমিক ৫১ পয়েন্টে নেমে আসে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com