দেশে এখন আলোচিত ইস্যু উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’। সম্প্রতি ‘উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছেন’- এনিসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর বিষয়টি দেশজুড়ে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে, এমনকি উপদেষ্টাদের মধ্য থেকেও মন্তব্য আসছে। এবার এ নিয়ে কথা বললেন নাহিদের সহযোদ্ধা এবং স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, “যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে।”
বুধবার রাতে এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
আসিফ বলেন, “যারা ৫ আগস্ট পালিয়েছিল, তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে। বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে।”
তিনি বলেন, “আমাদের জন্ম এদেশে মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট, খুনিদের সাথে লড়তে লড়তে আমার ভাইদের মতো শহীদী মৃত্যুই কামনা করি।”
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবতেছে।”
ওই বক্তব্যের বিষয়ে বুধবার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “তার (নাহিদ ইসলাম) বক্তব্য তাকেই সাবস্ট্যান্টসিয়েট (সত্যতা প্রমাণ) করতে হবে। তার বক্তব্যকে আমার সাবস্ট্যান্টসিয়েট করার বিষয় না, আমার খণ্ডানোরও বিষয় না।”
এর আগে মঙ্গলবার দুপুরে নওগাঁয় এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো।”
‘এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান–পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না’ বলে মন্তব্য করে তিনি বলেন, “তারা এত শহীদের ওপর, এত রক্তের ওপর দাঁড়িয়ে ওইখানে আছেন। তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করেন, তাহলে তো ওই দায়িত্ব তাদের নেয়া উচিত ছিল না।”