৫ দিনে দুটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল, কবে কখন কোথায় খেলা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব আগেভাগেই শেষ করে ফেলেছে দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ফলে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে দল দুটি।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আগামী ১১ অক্টোবর ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৪ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পুয়ের্তো রিকো, যারা বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৫৭ নম্বরে অবস্থান করছে।

এর আগে আর্জেন্টিনার চীন সফর বাতিল হয় এবং মেক্সিকোর বিপক্ষে ম্যাচও চুক্তিগত জটিলতার কারণে সম্ভব হয়নি। ফলে বিকল্প প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে বেছে নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নভেম্বর উইন্ডোতেও প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা, সেই সময় আফ্রিকা ও এশিয়া সফরে যাবে তারা। ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলবে, যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

ইতোমধ্যে মায়ামিতে পৌঁছে গেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোসহ বেশ কয়েকজন খেলোয়াড়।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির ব্রাজিলও প্রায় একই সময়ে এশিয়া সফরে রয়েছে। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার সিউলে পৌঁছেছেন কোচ ও দলের কিছু সদস্য।

আগামী ১০ অক্টোবর ভোর ৫টায় সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে জাপানের।

২০২২ কাতার বিশ্বকাপের আগে একই মাঠে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল, তখন দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং জাপানকে ১-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা। এবারও সেই দুই ভেন্যুতেই খেলতে নামছে তারা। ২০২৬ বিশ্বকাপের আগপর্যন্ত আনচেলত্তির দলের অন্তত ৬টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।

খেলার সূচি এক নজরে

দল

প্রতিপক্ষ

তারিখ

সময় (বাংলাদেশ সময়)

ভেন্যু

স্থান

আর্জেন্টিনা

ভেনেজুয়েলা

১১ অক্টোবর

ভোর ৬টা

হার্ড রক স্টেডিয়াম

মায়ামি, যুক্তরাষ্ট্র

আর্জেন্টিনা

পুয়ের্তো রিকো

১৪ অক্টোবর

ভোর ৫টা

সোলজার ফিল্ড

শিকাগো, যুক্তরাষ্ট্র

ব্রাজিল

দক্ষিণ কোরিয়া

১০ অক্টোবর

ভোর ৫টা

ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম

সিউল, দক্ষিণ কোরিয়া

ব্রাজিল

জাপান

১৪ অক্টোবর

ভোর সাড়ে ৪টা

ন্যাশনাল স্টেডিয়াম

টোকিও, জাপান

আর্জেন্টিনা স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, অ্যানিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।

ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: বেনেডিক্ট, এদেরসন, উগো সোসা।
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগো জেসুস, লুইস এনরিকে, মাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com