বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গণতন্ত্র উত্তরণের পথে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দেশবাসী সজাগ রয়েছে। তাই যেকোনো ধরনের ষড়যন্ত্র দেশের মুক্তিকামি মানুষ প্রতিহত করবে।
আজ শনিবার স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ্যাব এর নবগঠিত কমিটির নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় রিজভী বলেন, প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে।
দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে। আশা করছি নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের অধিকার ফিরে পাবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৬ বছর দেশের গণতন্ত্র তালাবদ্ধ করে গলাটিপে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ভোটের সেন্টারে গরু ছাগল কুকুর বিড়ালকে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছে। এবার সেই সুযোগ নেই। জনগণ তাদের অধিকার বুঝে নেবেই।
একটি বিশেষ দলের লোকজনকে প্রশাসনের বিভিন্ন স্তরে বসানো হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, এ ব্যাপারে বিএনপি এবং সাধারণ জনগণ রয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কাউকে কোথাও বসানো যাবে না যাতে নির্বাচন বিতর্কিত হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সম্প্রতি শেষ হওয়া দুর্গা পুজোয় ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের মূর্তিকে অসুর বানিয়েছে। এটা ভীষণ লজ্জাজনক। অবশ্য ভারতে এখনো অন্ধকারময় প্রথা চালু আছে। বাংলাদেশেও দুর্গাপূজায় বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করেছিল ষড়যন্ত্রকারীরা। তবে সকল শ্রেণিপেশার মানুষ মন্দির পাহারা দিয়ে সব ষড়যন্ত্র রুখে দিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ বহু কাল ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। তাই বাংলাদেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা সৃষ্টি করার সুযোগ নেই।