আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই নিষেধাজ্ঞা অস্থায়ী না স্থায়ী—সেটি নিয়ে প্রশ্ন থাকলেও আমি ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা দেখছি না। নির্বাচনের আগে তো নয়ই, এমনকি অদূর ভবিষ্যতেও নয়।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের পর আমরা এক মিনিটও ক্ষমতায় থাকতে চাই না। বিচার ও সংস্কারে আমরা ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখিয়েছি। আইন মন্ত্রণালয়ে ইতোমধ্যে ৯-১০টি সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য কাজ করছি। দেশে কোনো প্রকার রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনের শাসন ও মানবাধিকারের প্রতি সম্মান রেখে একটি সুস্থ রাজনীতির পরিবেশ গড়ে তুলতে চাই।
এর আগে বরিশাল সার্কিট হাউসে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা। সেখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। সারা দেশে দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে পালিত হচ্ছে, যা প্রমাণ করে বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ।