সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর গত সপ্তাহে লিভারপুলের ছন্দপতন ঘটে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। এবার সেই ধাক্কা সামলে জয়ে ফেরা হলো না আর্নে স্লটের শিষ্যদের। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে লিভারপুল।
ঘরের মাঠে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে একমাত্র গোলটি করেন স্বাগতিকদের ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। চতুর্দশ মিনিটে কোডি গাকপোর শট গোললাইন থেকে ফিরে এলে লিভারপুল গোল বঞ্চিত হয়। এরপরই খেলার ধারার বিপরীতে পিছিয়ে পড়ে তারা। প্রতিপক্ষের আক্রমণ রুখে দিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে গালাতাসারাই। ডি-বক্সে তাদের ফরোয়ার্ড ইলমিজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ওসিমেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের জন্য আসে বড় দুঃসংবাদ। ৫৪তম মিনিটে ওসিমেনের শট ঠেকাতে গিয়ে চোট পান দলের মূল গোলরক্ষক আলিসন বেকার। এই ব্রাজিলিয়ান গোলরক্ষক এরপর আর খেলতে পারেননি। তার বদলি নামেন জিওর্জি মামারদাশভিলি। আলিসনের চোট লিভারপুলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়াতে ৬২তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ স্লট।
ইসাক মাঠে নামার এক মিনিটের মধ্যেই সমতা ফেরানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। নির্ধারিত সময়ের শেষ দিকে লিভারপুলের সামনে গোলের দারুণ সম্ভাবনা তৈরি হয়। ইব্রাহিমা কোনাতে ডি-বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও, ভিএআর মনিটরে দেখে সেই সিদ্ধান্ত পাল্টে দেন। ফলে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি তারা।
আসরে প্রথম জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠেছে গালাতাসারাই। সমান পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিভারপুল।