প্রেমিককে বিয়ে করলেন সেলেনা গোমেজ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাস্টিন বিবারের সঙ্গে প্রেম ভাঙার পর প্রযোজক বেনি ব্লাঙ্কোকে মন দেন জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ। এক বছর আগে তারা বাগদান সারেন। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সেলেনা গোমেজ-বেনি ব্ল্যাঙ্কো। বিয়ের অনুষ্ঠান ছিল ঘনিষ্ঠজনদের নিয়ে। তবে তা ছিল তারকাখচিত।

তাছাড়া সেলেনা তার ইনস্টাগ্রামে একাধিক হৃদয়ছোঁয়া ছবি ও ভিডিও শেয়ার করে তাদের বিয়ের খবর প্রকাশ করেন। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, “৯.২৭.২৫।” তারপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।

শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সেলেনা গোমেজ তার স্বামীর কালো বো-টাই ঠিক করে দিচ্ছেন। এরপর তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে চুমু খান। সেলেনার ইনস্টাগ্রাম পোস্টে অনুরাগী-সহকর্মীদের মন্তব্য দেখে পাল্টা মন্তব্য করেছেন বেনি ব্ল্যাঙ্কো। তিনি লেখেন, “বাস্তব জীবনে আমার স্ত্রী।”

ভোগ ম্যাগাজিনের তথ্য অনুসারে, সেলেনা-বেনি ব্ল্যাঙ্কো দম্পতি প্রায় ১৭০ জন আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সি ক্রেস্ট নার্সারির সবুজ পরিবেশে প্রতিজ্ঞা বিনিময় করেন। তারকাখচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—টেলর সুইফট, পল রাড, অ্যাশলি পার্ক, গোমেজের ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ এর সহ-অভিনেতা মার্টিন শর্ট ও স্টিভ মার্টিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্যারিস হিলটন, এড শিরান প্রমুখ।

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন সেলেনা গোমেজ। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সবশেষ এ সম্পর্ক টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্ক ভেঙে যায়। তারপরই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন জাস্টিন বিবার। এ খবর জানার পর মানসিকভাবে আহত হয়েছিলেন সেলেনা।

সেলেনা তার তথ্যচিত্রে বলেছিলেন, “বিবারের সঙ্গে বিচ্ছেদ বছরের পর বছর আমাকে তাড়া করেছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে এসব এখন কেবলই অতীত, যা থেকে আমি সেরে উঠছি।”

বিবারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের কাজে মন দেন সেলেনা গোমেজ। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন এই গায়িকা। এরপর কেটে যায় কয়েক বছর। ২০২৩ সালের ডিসেম্বরে এই জুটি তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। গত বছর বাগদান সারেন, এবার পরিণয় পেল তাদের প্রেম।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com