রিয়াল-লিভারপুলের প্রথম হার, সিটির বড় জয়

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

একই রাতে বড় অঘটন ঘটেছে ইউরোপিয়ান ফুটবলে। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগেও রিয়ালের মতো শতভাগ জয়ের ধারায় ছেদ পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের। ঘরের মাঠে চেলসি হারলেও গোল উৎসবে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। আর প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া স্যান্ডারল্যান্ডের চমক চলছেই।

রিয়ালের জালে অ্যাটলেতিকো ৫ গোল

লিগে প্রথম ৬ ম্যাচের সব কটিতে জিতেছিল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেতিকো মাদ্রিদের জয় ছিল ৬ ম্যাচে মাত্র দুটি। এরপরও খেলাটা অ্যাটলেতিকো মাঠে বলে আর এ দুই দলের লড়াইটা ‘মাদ্রিদ ডার্বি’ বলে অ্যাটলেতিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে অ্যাটলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয় ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। দীঘ ৭৫ বছর পর নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৫ গোল হজম করল তারা। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের শুরুতে স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দের গোলে এগিয়ে যায় অ্যাটলেতিকো। তবে ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে এগিয়ে যায় রিয়াল। ২৫তম মিনিটে আর্দা গুলেরের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। লিগে এটি ৭ ম্যাচে তার অষ্টম গোল।

৩৬তম মিনিটে রিয়াল ২–১ ব্যবধানে এগিয়েও যায়। বাইলাইন থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন গুলের। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের অ্যাসিস্টে হেডে অ্যাটলেতিকোর পক্ষে স্কোরলাইন ২–২ করেন আলেক্সান্ডার সরলথ।

দ্বিতীয়ার্ধে অ্যাটলেতিকো একের পর এক গোল করে রিয়ালকে হতাশায় ডোবায়। ৪৯তম মিনিটে পেনাল্টিতে ৩–২ করেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ৬৩তম মিনিটে বক্সের বেশ দূর থেকে নেয়া ফ্রি কিক থেকে ব্যবধান আরও বাড়ান। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন আঁতোয়ান গ্রিজমান।

বড় হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে রিয়াল। অ্যাটলেতিকো মৌসুমের তৃতীয় জয়ে মোট ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে। বার্সেলোনা ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্রিস্টালের কাছে আবারও হারল লিভারপুল

কমিউনিটি শিল্ড ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে শিরোপা হেরে নতুন মৌসুম শুরু করেছিল লিভারপুল। টানা দ্বিতীয় ম্যাচে ঈগলদের কাছে হারের মুখ দেখল অলরেডরা। লিগে প্রথম পাঁচ ম্যচ জিতে উড়তে থাকা লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে জয়রথ থামিয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেস।

ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে টানটান উত্তেজনায় ঠাঁসা ম্যাচে প্রথমার্ধের শুরুতেই ইসমাইলিয়া সারের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। ম্যাচের নির্ধারিত সময়ের ৩ মিনিট বাকি থাকতে ফেদারিকো চিয়েসা সমতা ফেরালেও যোগ করা সময়ে এডি এনকেটিয়াহর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত (৮ জয়, ১০ ড্র) ক্রিস্টাল প্যালেস। যুগ্মভাবে এটিই তাদের সেরা অপরাজিত রেকর্ড। এর আগে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৮ ম্যাচ অপরাজিত ছিল ঈগলরা।

চলতি মৌসুমে লিগে প্রথম হারের দেখা পেল লিভারপুল। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে এবারের আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকল ক্রিস্টাল প্যালেস। এই হারের পরও অবশ্য লিগে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট অলরেডদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রিস্টাল প্যালেস।

শেষ মুহূর্তে দুই গোল খেয়ে হারলো চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে ভালো কিছুর পূর্বাভাস দিলেও প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে চেলসি। টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে এনজো মারেস্কার শিষ্যরা। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছিল তারা। ১০ জনের দলে পরিণত হওয়া ব্লজরা এবার ব্রাইটনের কাছে হেরেছে ৩-১ গোলে বড় ব্যবধানে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ব্রাইটনের বিপক্ষে বলের দখলে এগিয়ে ছিল চেলসিই। তবে আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। চেলসি ১৩টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখেছিল। অন্যদিকে, ব্রাইটনও ১২ শটের ৩টিই লক্ষ্যে রাখতে সমর্থ হয়েছে। স্বাগতিকদের হয়ে ম্যাচের ২৪ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে প্রথম লিড পেয়েছিল চেলসিই।

কিন্তু দ্বিতীয়ার্ধে ট্রেভোহ চালোবাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ব্লুরা। সেই সুযোগ কাজে ৭৭ মিনিটে মিনতেহর দারুণ ক্রসে হেড থেকে গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান ওয়েলবেক। ৯২ মিনিটে হেড থেকে গোল করেন বদলি নামা ডি ক্যুপার। চেলসির ভোগান্তি তখনো কিছুটা বাকি। যোগ করা সময়ের দশম মিনিটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠোকেন ওয়েকবেক।

৬ ম্যাচ শেষে সমান ২টি করে জয়, ড্র ও হাএ ৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ১০ নম্বরে ব্রাইটন।

ইতিহাদে সিটির বড় জয়

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল বার্নলিকে হারিয়েছে ৫-১ গোলের ব্যবধানে। সিটিজেনদের হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। একটি গোল করেছেন ম্যাথেউস নুনেস। বাকি গোল দুটি ম্যাক্সিমে এস্তেভের আত্মঘাতী। বার্নলির একমাত্র গোলটি জেইডন অ্যান্থনির।

লিগে ছয় ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ম্যানসিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলি।

চমক দেখিয়েই চলেছে স্যান্ডারল্যান্ড

ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এই মৌসুমেই প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়া স্যান্ডারল্যান্ড চমক দেখিয়েই চলেছে। এবার তারা ১-০ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। ওমর আলদেরেতে ম্যাচের একমাত্র গোলটি করেন। এই জয়ে স্যান্ডারল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে গেছে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নটিংহ্যাম।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com