২০২৬ সালে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়ানোর পূর্বাভাস

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। চলতি বছরের বাকি সময়জুড়েও এ ধারা বজায় থাকবে বলে মনে করছেন ব্যবসায়ী ও খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা। এমনকি ২০২৬ সালে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার অতিক্রম করতে পারে। তবে তার আগে স্বল্পমেয়াদে স্বর্ণের বাজারদর ৫-৬ শতাংশ কমতে পারে বলে জানিয়েছেন তারা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া গোল্ড কনফারেন্সে অগমন্টের গবেষণাপ্রধান রেনিশা চেনানি বলেন, ‘দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলোয় (ইটিএফ) এর চাহিদা বেড়ে চলেছে। তবে বর্তমানে স্বর্ণ কেনাবেচা হচ্ছে অনেক বেশি। ফলে স্বল্পমেয়াদে দাম কিছুটা কমে আসতে পারে। এরপর ২০২৬ সালে আবার নতুন রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে মূল্যবান ধাতুটির দাম।’

চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। গত বছরও মূল্যবান ধাতুটির দাম ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬৮৮ ডলার ৪১ সেন্টে। এদিন লেনদেনের এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ৩ হাজার ৬৯৭ ডলার ৫ সেন্টে পৌঁছেছিল। এ সময় ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৭২৬ ডলার ৭০ সেন্টে দাঁড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা, ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় ও বিনিয়োগকারীদের আস্থা স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। এবিসি রিফাইনারির নিকোলাস ফ্রাপেল বলেন, ‘স্বর্ণের দাম আমাদের প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়ছে। ২০২৬ সালে আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়ানোর সম্ভাবনা প্রবল।’

কনসালট্যান্সি মেটালস ফোকাসের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ নিউম্যান বলেন, ‘বছর শেষে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি প্রায় ৩ হাজার ৮০০ ডলারে। তবে এর আগে কিছুটা কমতে পারে। তবে এটিকে নতুন করে বিনিয়োগকারীদের জন্য প্রবেশের সুযোগ হিসেবেই দেখা উচিত। এতে ২০২৬ সালে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।’

এদিকে রূপার বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। শিল্প-কারখানায় ব্যবহার ও বিনিয়োগকারীদের বাড়তি চাহিদার কারণে ধাতুটির দাম ১৪ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। গতকাল প্রতি আউন্স রুপার দাম ৪২ ডলার ৭০ সেন্টে স্থিতিশীল ছিল।

আম্রপালি গ্রুপ গুজরাটের প্রধান নির্বাহী চিরাগ ঠাক্কার বলেন, ‘প্রচলিত শিল্প-কারখানার ব্যবহার ছাড়াও বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ রুপার বাজারকে শক্তিশালী করে তুলছে।’

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com