ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় আজ মঙ্গলবার (১৬ জুন) অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭৮ জনের প্রাণহানি ঘটেছে গাজা সিটিতে। খবর আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইসরায়েলি সেনারা এসব মানুষকে হত্যা করে। এর আগে সোমবার রাত থেকে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ অভিযানে তাদের দুটি ডিভিশন অংশ নিচ্ছে, যেখানে ২০ হাজারের বেশি সেনা রয়েছে। শিগগিরই আরও একটি ডিভিশন যোগ দিলে হামলার পরিধি আরও বাড়বে।
স্থল হামলার আগে কয়েক সপ্তাহ ধরে গাজা সিটিতে তীব্র বিমান হামলা চালায় দখলদার বাহিনী। যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা ও মিসাইল ফেলে শহরের প্রায় সব উঁচু ভবন ধ্বংস করে দেওয়া হয়েছে।
গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষের বসবাস ছিল। হামলার আগে ইসরায়েল বাসিন্দাদের সরতে বললেও এখনো অন্তত ৬ লাখ মানুষ সেখানে রয়ে গেছেন।