৫ আগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে: নীরব

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা : ৫ আগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মশক নিধন কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি হয়।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে গণতন্ত্র, রাষ্ট্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।

বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে সাইফুল আলম নীরব বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য, রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা সৃষ্টি করতে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসনের অয়োজন করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না জানিয়ে তিনি বলেন, হতাশার কিছু নেই। জনগণকে সঙ্গে রেখে জনগণকে সঙ্গে রেখে মনোবল অটুট রাখতে হবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে।

আলোচনা সভা শেষে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন অলিগলিতে মশার ওষুধ ও ব্লিসিং পাউডার ছিটানো হয় এবং ময়লা পরিষ্কার করা হয়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com