কুমিল্লার মনোহরগঞ্জে মসজিদে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় মুসল্লিরা। ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক কাজে ব্যবহার করায় ক্ষুব্ধ হয়ে তারা প্রোগ্রাম বন্ধ করে নেতাকর্মীদের মসজিদ থেকে বের করে দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রশ্ন তুলছেন, “রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে কেন?”—এবং বারবার বলছেন, “মসজিদে শুধু মুসল্লির প্রোগ্রাম হবে, রাজনৈতিক নয়।”
তুমুল হট্টগোলের মধ্যেই স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে মুসল্লিদের বাকবিতণ্ডা দেখা যায়। কেউ কেউ যুক্তি দেন, বৃষ্টির কারণে বাইরে আয়োজন করা সম্ভব হয়নি। তবে ভিডিও ধারণকারী ব্যক্তি পাল্টা বলেন, “বৃষ্টি হয়নি।”
চেয়ার-স্টেজসহ প্রোগ্রামের প্রস্তুতি মসজিদের বাইরে থাকলেও, স্থানীয়দের অভিযোগ, ভেতরে চলছিল দলীয় আলোচনা ও সাংগঠনিক কর্মপরিকল্পনা। একপর্যায়ে উত্তেজনা বাড়লে এলাকাবাসী দলীয় নেতাকর্মীদের মসজিদ চত্বর থেকে বের করে দেন।
ঘটনার পর ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে কড়া সমালোচনা। অনেকেই বলছেন, মসজিদকে রাজনীতিমুক্ত রাখাই ধর্মীয় ও সামাজিক শিষ্টাচার।