জাতীয় দলের জার্সিতে সুখময় সময় কাটিয়ে ক্লাবে ফিরেই হতাশায় ডুবলেন লিওনেল মেসি। পানেনকা স্টাইলে নেয়া তার পেনাল্টি শট রুখে দেন শার্লট এফসির গোলরক্ষক। আর সেই ম্যাচেই ইদান তোকলোমাতির দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে ইন্টার মায়ামিকে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও কার্যকারিতায় পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচজুড়ে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও নেয়া ১০ শটের মধ্যে মাত্র ৪টিই লক্ষ্যে রাখতে পারে দলটি। অন্যদিকে, শার্লটের সমান সংখ্যক শটের মধ্যেই তিনটি গোল তুলে নেন ইসরায়েলি স্ট্রাইকার তোকলোমাতি।
প্রথমার্ধে মায়ামি এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল। ষষ্ঠ মিনিটে জর্দি আলবার কাছ থেকে পাওয়া বল গোলের সামনে ঠেকিয়ে দেন শার্লটের গোলরক্ষক ক্রিশ্চিয়ান কাহলিনা। এরপর ৩২ মিনিটে মায়ামি পায় পেনাল্টি। তবে মেসির পানেনকা শট অনুমান করে ফেলেন কাহলিনা, ফলে গোল বঞ্চিত হয় মায়ামি।
এর দুই মিনিট পরই পাল্টা আক্রমণে লিড নেয় স্বাগতিক শার্লট। তোকলোমাতি নিজের প্রথম গোল করেন ৩৪ মিনিটে। বিরতির পর আবারও জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৮৪ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তরুণ এই স্ট্রাইকার। ১৯৯৮ সালের পর এমএলএসে তিনিই প্রথম ২১ বছর বা তার কম বয়সী খেলোয়াড়, যিনি টানা সাত ম্যাচে সরাসরি গোলে অবদান রাখলেন।
সুয়ারেজের অনুপস্থিতিতেও (প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু ছিটিয়ে নিষেধাজ্ঞায় থাকা) মায়ামি লড়াই করার চেষ্টা করলেও হারের ব্যবধান কমাতে পারেনি। টানা দ্বিতীয় ম্যাচে হারলো দলটি এবং শেষ চার ম্যাচে তৃতীয়বার জয়হীন থাকল। অন্যদিকে, শার্লট রেকর্ড গড়ে টানা নবম জয় তুলে নিয়েছে।