আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নানগারহার প্রদেশে মাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আফগান কর্মকর্তারা জানান, খাদ্য সামগ্রী বিক্রি করা একটি মালবাহী গাড়ি ঘিরে শিশুরা জড়ো হলে পুরনো মর্টার শেলটি বিস্ফোরিত হয়।
আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু বিবৃতিতে জানানো হয়নি। গত কয়েক দশকের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে বহু অবিস্ফোরিত ল্যান্ড মাইন ও অন্য অস্ত্র রয়েছে।
এসব অস্ত্র বিস্ফোরিত হলে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা হতাহত হয়। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নিলে বিভিন্ন এলাকায় প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স-আইএসকেপি।