ঢাকা : ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন ডিভিশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : ম্যানেজার/ অ্যাসোসিয়েট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : একাডেমিক ভালো রেজাল্টের সঙ্গে ৪ বছরের স্নাতক সম্পন্ন করতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও সুপারভাইজার হিসেবে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
ক্রেডিট, বিজনেস বিষয়ক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাছাড়া ডায়নামিক দল নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার মানসিকতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর বগুড়া, কুমিল্লা, ঢাকা ও নরসিংদীতে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৮ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।