আন্দোলনের নামে লুটপাট-সহিংসতা, নেপালের সেনাপ্রধানের কড়া বার্তা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে সরকারবিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়ার পর দেশজুড়ে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।

নেপালে সরকারবিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়ার পর দেশজুড়ে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে দেয়া ভাষণে সতর্ক করে বলেন, আন্দোলনের নামে ভাঙচুর, লুটপাট বা সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

৫৮ বছর বয়সী জেনারেল সিগদেল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন,‘আমরা আন্দোলনকারীদের কাছে আহ্বান জানাই তারা যেন অবিলম্বে কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসেন। আমাদের এই কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, জাতীয় ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা করতে হবে এবং সাধারণ জনগণ ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি সহিংসতায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, নেপাল সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ। খবর এনডিটিভির।

৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও বিস্তৃত হয়।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হলেও কম সময়ের মধ্যে তা সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

আন্দোলনকারীরা নিজেদের জেন জেড’ নামে পরিচয় দিচ্ছেন, যাদের অধিকাংশের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। তারা সরকারের দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং রাজনৈতিক নেতাদের বিলাসবহুল জীবনযাপন ও সাধারণ মানুষের দুঃসহ জীবনের মধ্যে বৈষম্যকে তুলে ধরছেন।

প্রতিবাদকারীদের একাংশ সরকারি ভবন ও রাজনীতিবিদদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ নাগরিক ও রাষ্ট্রীয় সম্পদের মারাত্মক ক্ষতি করছে।’ বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর কঠোর সতর্কবার্তা এবং রাজনৈতিক অস্থিরতা নেপালের সামনে নতুন এক অনিশ্চয়তার দ্বার খুলে দিয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com