৯ গোলের ম্যাচে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ইসরায়েলকে হারাল ইতালি

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফিফা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন ইতালি। অথচ সেই দলই কিনা টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে উত্তীর্ণ না হতে পারার আশঙ্কায়! অবস্থা এমন যে এখন বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি ম্যাচই তাদের জন্য বাঁচা-মরার লড়াই। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিপক্ষে খেলতে নেমে প্রায় পয়েন্ট হারাতে বসা ‘আজ্জুরি’রা অতিরিক্ত সময়ের গোলে পেয়েছে রোমাঞ্চকর এক জয়।

গতকাল (৮ সেপ্টেম্বর)) রাতে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও ইসরায়েল। উত্থান-পতনের নাটকীয় সব লড়াইয়ের ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইসরায়েলের বিপক্ষে ৫-৪ ব্যবধানে রুদ্বশ্বাস এক জয় পেয়েছে ইতালি। ৯ গোলের এই ম্যাচে অবশ্য ৭ গোলই করেছে ইতালি, যার মধ্যে আছে দুটি আত্মঘাতী গোল!

এদিন ইতালির সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খেলেছে ইসরায়েল। এই ম্যাচে ইতালি ৫৪ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নিয়ে ৭টি পোস্টে রাখতে পেরেছে। অন্য দিকে ৪৬ শতাংশ বলের দখল রাখা ইসরায়েলের ১১টি শটের মধ্যে পোস্টে ছিল ৭টি। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসিটা হেসেছে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিই।

হাঙ্গেরির দেব্রেসেনে ম্যাচের ১৬ মিনিটে ইতালি মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইসরায়েল। প্রথমার্ধের ৪০ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইতালিয়ান ফরোয়ার্ড ময়েস কিন। ৫২ মিনিটে আবার লিড নেয় ইসরায়েল। এবার গোল করেন মিডফিল্ডার দোর পেরেৎজ। যদিও এই লিড ২ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা।

কিনের গোলেই ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান ২-২ করে ইতালি। ৫৮ মিনিটে মাতেও পলিতানোর গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় ইতালি। ৮১ মিনিটে গিয়াকোমো রাসপাদোরির গোলে এই ব্যবধান ৪-২ করে ইতালি। তখন মনে হচ্ছিল দলটির জয় সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এরপরই বদলে যায় দৃশ্যপট।

৮৭ মিনিটে ইতালির আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ইসরায়েল। এর ২ মিনিটের মাথায় পেরেৎজের দ্বিতীয় গোলে ম্যাচে সমতা ফেরায় ইসরায়েল। কিন্তু নাটকীয়তা তখনও বাকি। যোগ করা সময়ের প্রথম মিনিটে উত্তেজনা বাড়িয়ে গোল করেন ইতালি মিডফিল্ডার সান্দ্রো তোনালি। এই গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি।

এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে ইতালি। ইসরায়েলের পয়েন্টও ইতালির সমান ৯। কিন্তু তারা একটি ম্যাচ বেশি খেলেছে। অন্য দিকে ৪ ম্যাচের ৪টিতেই জিতে শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ১২। এই গ্রুপে শুধু শীর্ষ দলই সরাসরি বিশ্বকাপে যাবে। রানার্সআপদের লড়তে হবে প্লে-অফে। ফলে ইতালির ঝুঁকি এখনো কাটেনি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com