মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরের মাকহাটিতে নেশাজাতীয় দ্রব্য পান করে চার জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)৷
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তারা এ দ্রব্য পান করে শুক্রবার দিনের বিভিন্ন সময়ে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারা হলেন- রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চার জন মারা যাওয়ার খবর আমরা জানতে পেরেছি। তারা কোনো নেশাজাতীয় দ্রব্য পান করেছিলো বলে শুনেছি।”
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা জানতে পেরেছি, সদর উপজেলার ও টংগিবাড়ী উপজেলার চার জন মারা গেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”
টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিছুর রহমান জানান, নেশাজাতীয় দ্রব্য পান করে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।