ঢাকা : স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বিনাশ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত এখনো স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
দেশের মানুষকে এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সোমবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডি-৩২ এ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগের মধ্যে কোনো বিভেদ নেই। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
এ সময় শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে বলেও জানান তিনি।