ঢাকা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন জোবরা গ্রামে গত শনিবার রাত ১২টার দিকে শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করেন স্থানীয় লোকজন। ওই সময় একটি ভবনের দ্বিতীয় তলায় জানালার পাশে দাঁড়িয়ে ফেসবুকে লাইভ করছিলেন কয়েকজন ছাত্রী। স্থানীয় লোকজন ওই ছাত্রীদের লাইভ করতে দেখে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তাঁদের ‘ধর্ষণের’ হুমকিও দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হয় আজ (৩ সেপ্টেম্বর) বুধবার।
দ্বিতীয় তলায় থাকা ছাত্রীরা ঘটনার পর ভবন ছেড়ে অন্য জায়গায় সরে গেছেন। ঘটনার বিষয়ে আইন বিভাগের এক ছাত্রী গণমাধ্যমকে বলেন, দ্বিতীয় তলায় তাঁরা কয়েকজন ভাড়া থাকতেন। শনিবার রাতে তাঁদের বাসার নিচেই শিক্ষার্থীদের বেধড়ক মারধর শুরু করেন স্থানীয় লোকজন। এ ঘটনা ফেসবুকে লাইভ করা হচ্ছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলেন। তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। পরে ধর্ষণের হুমকি দেন ওই ব্যক্তিরা।
সেদিন রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছার পর ওই ছাত্রীরা সেখান থেকে সরে যান। আইন বিভাগের ওই ছাত্রী জানান, তাঁরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ভবনের ছবি তুলে রেখেছেন স্থানীয় লোকজন। ইতিমধ্যে ঘটনাটি প্রক্টরিয়াল বডির সদস্য সাইদ বিন কামাল চৌধুরীকে জানানো হয়েছে। সাইদ বিন কামাল বলেন, ঘটনা জানার পর শতভাগ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। তাঁরা পদক্ষেপ নিচ্ছেন। ওই ছাত্রীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন।