আগস্টে ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা প্রবাসী আয়

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

চলতি আগস্ট ২০২৫ মাসে দেশে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলারের (২.৪২ বিলিয়ন ডলার) রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, স্থানীয় মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, আগস্ট মাসের পুরো সময়জুড়ে এই রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ কোটি ৮০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের আগস্টে প্রবাসী আয় ছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্টে) মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৩ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে ৭৬ কোটি ২০ লাখ ডলার বেশি এসেছে, যা প্রবৃদ্ধি হিসেবে ১৮.৪ শতাংশ।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলারের রেমিট্যান্স, যা টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে ওই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

পূর্ববর্তী অর্থবছর ২০২৪-২৫-এ সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে—মোট ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।

সরকার ঘোষিত প্রণোদনা এবং রেমিট্যান্স প্রেরণের পথ সহজ করার উদ্যোগ এ প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com