ঢাকা : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বিলম্বিত করার যেকোনো ষড়যন্ত্র জাতির জন্য চরম দুর্ভাগ্য বয়ে আনবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবং তা অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া জাতীয় স্বার্থে জরুরি।
রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।
তিনি দেশবাসীকে নির্বাচন নিয়ে গুজব ও অপপ্রচারে কান না দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান।