চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন উপ-উপাচার্য, প্রক্টরসহ প্রায় ২০০ জন। এরমধ্যে ২ শিক্ষার্থী গুরত্বর হওয়ায় নিবিড় পরীচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
আইসিইউতে ভর্তি থাকা দুই শিক্ষার্থীর মধ্যে একজন হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র নাইমুর রহমানইসলামি স্ট্যাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র, যিনি বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজনের নাম জানা না গেলেও তিনি পার্কভিউ হাসপাতালে রয়েছেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে অধিকাংশের মাথায় আঘাত রয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি বাস ও মিনিবাসে করে আহত শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়। অনেকের শরীরজুড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।