বিনোদন ডেস্ক : সম্প্রতি সারোগোসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এই অভিনেত্রীর কোল জুড়ে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান। কন্যার নাম রেখেছেন জিয়া এবং পুত্রের নাম রেখেছেন জয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের সুখবর দিলেন অনিন্দ্য সুন্দরী এই অভিনেত্রী।
আসছে বছর নতুন সিনেমায় কাজ শুরুর মাধ্যমে বলিউডে ফিরছেন প্রীতি। খবর আনন্দবাজারের। জানা গেছে, মা ও মেয়ের সম্পর্ক নিয়ে সিনেমার গল্প তৈরি হবে। তবে সিনেমাটিতে প্রীতি ছাড়া আর কোন কোন অভিনেতা থাকবেন সেই বিষয়ে এখনো মুখ খুলেননি সংশ্লিষ্টরা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রীতি পরিচালক দানিশ রেনজুরের নতুন সিনেমা দিয়েই নাকি বলিউডে ফিরতে যাচ্ছেন। সিনেমাটির শুটিং হবে কাশ্মীরে। ওই অঞ্চলের এক নারীর চরিত্রে দেখা যাবে তাকে। গেলো বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে উচ্ছ্বাস প্রকাশ করে মা হওয়ার খবর জানিয়ে প্রীতি লেখেন, ‘সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই।
আজ আমি এবং জেনে ভীষণ আনন্দিত। আমরা আজ পরিপূর্ণ। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে। কারণ আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ পরিবারে এসেছে। জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। অবিশ্বাস্য এই যাত্রার সঙ্গে যেসব ডাক্তার, নার্স যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।’