শিরোনাম
‘পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ আবদুল হামিদের দেশত্যাগ: অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার, বরখাস্ত ২ ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘তাপসের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ড, জড়িত নানক-মির্জা আজম’ বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত ভারত থেকে আসা ১২ ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের ঘৃণা এবং সহিংসতা আমাদের শত্রু, একে অপরের নয়: ভারত-পাকিস্তানকে মালালা প্রায়ই সঙ্গীকে নিয়ে দুঃস্বপ্ন দেখছেন, এটা দুজনের সম্পর্কের যে ইঙ্গিত দেয় ভারতের হামলায় উচ্ছ্বসিত বলিউড, কী বলছেন পাকিস্তানি তারকারা পাকিস্তানে হামলায় ৭০ জন নিহত: ভারতীয় গণমাধ্যম

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে বাংলাদেশ দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।

এটি বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয়লাভ বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ‘এশিয়া-প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট (এপিসিআইসিটি)’ এবং ‘এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট (এপিডিআইএম)’-এর গভর্নিং কাউন্সিলে তিন বছরের মেয়াদে নির্বাচিত হয়েছে।

অধিবেশনের উদ্বোধনী পর্বে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি ভিডিও ভাষণে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। তিনি ‘তিন শূন্য’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ—নীতি অনুসরণ করে একটি নতুন, ন্যায্য বিশ্ব গড়ার গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তার সঙ্গে ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অধিবেশনে বাংলাদেশ টেকসই নগর উন্নয়ন, স্মার্ট নগরায়ণ, প্রযুক্তিগত সহযোগিতা ও জলবায়ু অর্থায়নের মতো বিষয়গুলোতে সক্রিয় অংশগ্রহণ করেছে। পাশাপাশি ইউএনইএসসিএপি’র নির্বাহী সচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে আইসিটি উন্নয়নে আঞ্চলিক সহায়তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে।

জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক ফোরামে বাংলাদেশের বিজয় এই অঞ্চলে বাংলাদেশের নেতৃত্ব ও কৌশলগত অবস্থানের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন, বলে মনে করছে কূটনৈতিক মহল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com