দুই মাসে দশটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এর সঙ্গে এফটিপির বাইরে জুনে ঘরের মাঠে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবেন নাজমুল হোসেনরা। এই দুই সিরিজের আগে মে মাসে পাকিস্তানে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আরো দুটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে মে-জুন মাসে ১০টি কুড়ি ওভারের ম্যাচ খেলবেন নাজমুলরা।

গতকাল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন বলছিলেন, ‘আমিরাতের বিপক্ষে সিরিজের সূচি এফটিপিতে ছিল না, এটা আমাদের পরিকল্পনায়ও ছিল না। তবে এখন দুটি ম্যাচ খেলার ব্যাপারে তাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। পাকিস্তানে যাওয়ার পর যেন আমরা খেলতে পারি, সেভাবে কথা হচ্ছে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় চলতি বছর এই সংস্করণের ওপর জোর দেওয়ার পরিকল্পনা আছে বিসিবির।

এ জন্য মে মাসে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সূচি থাকলেও দুই বোর্ডের আলোচনায় এটি এখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে বলে জানান ফাহিম। এর সঙ্গে জুনে এফটিপির বাইরে বাংলাদেশ দল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বলে জানা গেছে।

যদিও এর মধ্যে কোনো সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে এই দুই মাসে নাজমুলরা ১০টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com