মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলার চার্জ গঠন, ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মাগুরার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার্জ গঠন এবং আগামী ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান এই আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত বিশেষ প্রসিকিউটর এহসান উল হক সমাজী উপস্থিত ছিলেন। তারা বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন।

তবে, আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। বিচারক আসামি হিটু শেখ, তার দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমের নিকট এই মামলায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগে যথাযথ বিধি অনুসরণের পরামর্শ দেন। শুনানি শেষে আদালত ২৭ এপ্রিল মামলার পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে, সকালে বিশেষে নিরাপত্তায় আসামিদের আদালত চত্বরে আনা হয়। এসময় আদালত চত্বরে জনসাধারণের প্রবেশ সীমিত এবং প্রবেশদ্বারে বিশেষ নিরাপত্তা বসানো হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। ১৩ এপ্রিল আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com