রীতেশ কর্মকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরে হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প। ১৪ নভেম্বর ১১.৪০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর থানাধীন চর মোচারিয়া মাঝপাড়া গ্রামস্থ চর মোচারিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ পারভেজ (৪০), পিতার নাম মৃত হাবিবুর রহমান, সে শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া মাঝপাড়ার বাসিন্দা। তার নিকট হইতে ৩.৮ গ্রাম হেরোইন এবং ০১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। সে সময় উপস্থিত ছিলেন র্যাব ১৪ এর অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৩৫,০০০/- টাকা।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।