সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে: টুকু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫

টাঙ্গাইল : সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (২৬ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ৫ নং ছিলিমপুর ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার বোধহয় তা পছন্দ করেনি। তাই তারা সংস্কার সংস্কার করছে।

টুকু বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে সংস্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে।

সুলতান সালাউদ্দিন বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি একটি সমৃদ্ধশালী দেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।

তিনি বলেন, আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , টাঙ্গাইল সদর উপজেলা সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জহুরুল ইসলাম বাদল,সাবেক চেয়ারম্যান,,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বাদল, ৫নং ছিলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাদিম আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com