দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে : মির্জা ফখরুল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

অত্যন্ত সুচতুরভাবে দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবারও বিপদে নিমজ্জিত করবার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান, তাদেরকে বিতর্কিত করা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, এটার পেছনে উদ্দেশ্য একটাই। অতীতে যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা চলছে। সাংবাদিক বন্ধুরা আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে দাঁড়িয়েছেন, বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক সংবাদ দিয়েছেন। আপনারা সেই একই ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে ৫ আগস্টের আগের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে, এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে-বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত দুইদিনের ঘটনা যদি আমরা দেখি, বহু কিছু বেরিয়ে আসবে, বিষয়টা এতো সহজ না।

তিনি বলেন, আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন, আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন। আমি নির্বাচনের কথা বলেছিলাম। আমরা কথা বলার সাত দিন পরে গতকাল-পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কম-বেশি দ্বিমত পোষণ করেছে। আমি মুখে বলেছিলাম, আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষিতে আমার জ্ঞাতি-গোষ্ঠী তুলে গালি-গালাজ করেছে। যারা বলেন, এই দেশটা বাপের না। তাদেরকে আমি বলতে চাই, এই দেশটা আমাদের সকলের। এই দেশের জন্য যুদ্ধ করেছি, প্রয়োজনে আমরা লড়ে যাবো।

ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com