জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা করবেন বলে তাদের প্রতিশ্রতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজে তিনি এই প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আহত যোদ্ধাদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি, এটা মনে করিয়ে দেওয়া যে, আমরা সবসময় তাদের পাশে থাকবো, তাদের সাথেই থাকবো। এখানে অনেকে খুব আহত, অনেকে চলাফেরা করতে পারেন না। দেখতে পারেন না। আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে, আপনাদের পাশেই থাকবো।

আহতদের আর্থিক সহযোগিতা সবসময় বজায় থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবার এই সাহায্য-সহযোগিতা সবসময় জারি থাকবে। আমরা চেষ্টা করবো আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য। সেদিকেই ইনশাল্লাহ চেষ্টা করে যাবো। আর্থিক সাহায্য- সহযোগিতা জারি থাকবে। আপনারা মনোবল হারাবেন না। আপনারা জাতির কৃতি সন্তান।

অনুষ্ঠানে তিনি জানান, আহতদের ডিজিএফআই, এসএসএফসহ সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে।

এছাড়াও, অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com