সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়: নীরব

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

ঢাকা : অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, সংস্কারের নামে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় । তিনি বলেন, তাদের ক্ষমতার লোভ হয়ে গেছে। গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য প্রয়োজন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন

রবিবার (২৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে কোন আইনের শাসন নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন, ধর্ষণ হচ্ছে। সেদিকে এই উপদেষ্টারা নজর দিচ্ছেনা।

এ সময় সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

নীবর বলেন, পরিপূর্ণ সংস্কার ও স্বৈরাচারমুক্ত করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকার দরকার। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের সাবধান হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনোভাবেই আজকে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার অপচেষ্টা করছেন, তারা দয়া করে সাবধান হয়ে যাবেন। কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার বা সুযোগ নাই।

বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।কোনো ভাবেই আওয়ামী স্বৈরাচারের দোসরদের কে সুযোগ দেওয়া যাবে না। তাদের আইনের হাতে তুলে দিতে হবে।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো পথ যাতে না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজগুলো আমাদের করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণকারী প্রতিটি দল ছাত্র-জনতা, শ্রমিকরা প্রত্যেকে একযোগে কাজ করতে হবে।’

এসময় তিনি ফাসিষ্ট হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচারের দাবী জানান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com