অভিনয়ে তো বেশ, শিক্ষার দৌড় কার কতটা ওপার বাংলার সুন্দরী নায়িকাদের?

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

ঢালিউডের মতোই বাংলা ভাষার আরেক ফিল্ম ইন্ডাস্ট্রি কলকাতার টলিউড। যেখানে কাজ করেন বহু সুন্দরী অভিনেত্রী। যারা নিজ দেশের পাশাপাশি বাংলাদেশেও বেশ সুপরিচিত ও জনপ্রিয়।

এসব অভিনেত্রীর তালিকায় রয়েছে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, পাওলি দাম, শুভশ্রী গাঙ্গুলী, রুক্মিনী মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু নাম।

এসব নায়িকার অভিনয় কারিশমা সম্পর্কে তো দুই বাংলার দর্শক কম-বেশি জানেন, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি হয়তো অনেকেরই অজানা। চলুন জেনে নেই, কার পড়াশোনা কতটা।

মিমি চক্রবর্তী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি আবার সংসদ সদস্যও ছিলেন একসময়। মিমির জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। এই অভিনেত্রী ভারতের আশুতোষ কলেজ থেকে বিএ পাস করেছেন।

নুসরাত জাহান

মিমির সঙ্গে একই বছর একই নির্বাচনে জিতে সংসদ সদস্য হয়েছিলেন নুসরাত জাহানও। মুসলিম ধর্মাবলম্বী এই আলোচিত অভিনেত্রী ভারতের ভবানীপুর কলেজ থেকে বি.কম অনার্স ডিগ্রি অর্জন করেছেন।

শুভশ্রী গাঙ্গুলী

নিজ দক্ষতায় দর্শক মনে স্থান করে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। তিনি ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন বলে জানা গেছে। কয়েক বছর ধরে তিনি সংসার করছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। সন্তানের মা-ও হয়েছেন।

রুক্মিনী মিত্র

অভিনেত্রী পরিচয়ের চেয়ে রুক্মিনী মিত্র নায়ক ও সংসদ সদস্য দেবের প্রেমিকা হিসেবেই বেশি পরিচিত। তিনি কলেজিয়েট অব ইনস্টিটিউট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কেরালার আইআইএম থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে এমবিএ করেছেন।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

মিমিদের মতো সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেছিলেন এই অভিনেত্রীও। কিন্তু সায়ন্তিকা নির্বাচনে জিততে পারেননি। পড়াশোনার দিক থেকে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

কলকাতার সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত এই নায়িকা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ফেল করা প্রার্থী। আর পড়াশোনায় নাকি স্কুলের গণ্ডিও পেরোতে পারেননি। আবার শোনা যায়, শ্রাবন্তী নাকি মাধ্যমিক পাস।

ইশা সাহা

টলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা ইশা সাহা। যদিও সেভাবে তিনি এখনো আলো ছড়াতে পারেননি। তবে পড়াশোনায় ভালো। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাস।

পাওলি দাম

বলিউড ও টলিউডে সমানে কাজ করা এই অভিনেত্রী একাধিক স্কলারশিপপ্রাপ্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক পাস করার পর জনপ্রিয় রাজাবাজার সায়েন্স কলেজ (কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাখা) থেকে রসায়নে স্নাতকোত্তর লাভ করেন পাওলি।

ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিউডের নব্বইয়ের দশকের সবচেয়ে হিট নায়িকা তিনি। বর্তমানে ঋতুপর্ণার কাজের সংখ্যা খুবই কম। জনপ্রিয় এই অভিনেত্রী ভারতের লেডি ব্র্যাবর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক অর্জন করেছেন।

স্বস্তিকা মুখোপাধ্যায়

ওপার বাংলার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী স্বস্তিকা। ভক্তদের স্বস্তি দেবে একাডেমিক ব্যাকগ্রাউন্ডও। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

শ্রীলেখা মিত্র

টলিউডের আরেক আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই অভিনেত্রী ভারতের জয়পুরিয়া কলেজ থেকে ইংরেজি নিয়ে বিএ পাস করেছেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ-তে ভর্তি হলেও শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি।

কোয়েল মল্লিক

বর্তমানে ঘর-সংসার-সন্তান সামলানো টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। তিনি ভারতের গোখেল মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বলে জানা যায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com