কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিলো মেসির মিয়ামি। গতকাল দ্বিতীয় লিগে মেসি-সুয়ারেজের যুগলবন্দীতে সিএফ স্পোর্টিং কানসাস সিটিকে ৩-১ গোলে হারিরেয়েছে ইন্টার মিয়ামি। তাতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কনক্যাকাফের শেষ ষোলোয় উঠেছে দলটি।
ইন্টার মিয়ামির তিন গোলই এসেছে প্রথমার্ধে। যার শুরুটা আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির হাত ধরে। ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলের দেখা পান আর্জেন্টিনার অধিনায়ক। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে তাদেও আলেন্দে এবং তিন মিনিটের মাথায় লুইস সুয়ারেজ গোল করেন।
দুই লেগ মিলিয়ে স্পোর্টিং কানসাস সিটি গোল করেছে একটি। সেটি এসেছে দ্বিতীয় লেগের ৬৩ মিনিটে এবং গোলটি করেন মেমো রদ্রিগেজ। সবমিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডে গেল মেজর লিগ সকারের সাপোটার্স শিল্ডজয়ী দলটি।
মিয়ামির কাছে হেরে কানসাস সিটির কোচ পিটার ভার্মেস বলেছেন, ‘মেসি এবং সুয়ারেজের মতো খেলোয়াড়রা মোমেন্টাম ধরতে পারেন। তারা অন্য খেলোয়াড়দের থেকে অন্য পর্যায়ের। তারা বিভিন্ন লিগে, ভিন্ন ভিন্ন খেলায়, চ্যাম্পিয়ন্স লিগ বা অন্যকোথাও হোক এমনটা করে অভ্যস্ত।’
মেসির ইন্টার মিয়ামি শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে জ্যামাইকান দল ক্যাভালিয়ারের বিপক্ষে। এ রাউন্ডে ইন্টার মিয়ামিতে প্রথম লেগের খেলা হবে ৬ মার্চ।