চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, তার দলেরও শিরোপা জয়ের সামর্থ্য আছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই গতকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল টাইগাররা। তবে ভারতের বিপক্ষে আগে ব্যাত করতে নেমে ৩৫ রানেই ৫ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত লাল-সবুজের দল করতে পেরেছিল ২২৮ রান।
বাঙ্গাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ম্যাচটি জিতে নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ পাওয়ায় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যও বড় এক ধাক্কাই খেয়েছে। কেননা, এক ম্যাচে হারায় সেমিফাইনাল নিশ্চিত করতে এখনই কঠিন সমীকরণের মুখোমুখি শান্তরা।
চ্যাম্পিয়ন্স ট্রফি কেবল ৮ দলের খেলা। চার দল করে দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে দলগুলো। ফলে আসরে একটি দলের ৩টি করে ম্যাচ। এ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড- এই চার দলই একটি করে ম্যাচ খেলেছে। জয় পেয়েছে কেবল নিউজিল্যান্ড ও ভারত। রান রেটে এগিয়ে থাকায় এই গ্রুপের পয়েন্ট টেবিলে একে আছে কিউইরা, দুইয়ে রোহিত শর্মার দল।
বাংলাদেশ, পাকিস্তান দুই দলই হারলেও টাইগাররা রান রেটে এগিয়ে থাকায় তিনে আছে। এদিকে এই গ্রুপের চার দলেরই বাকি আছে দুইটি করে ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের সামনে বাকি দুই ম্যাচেই জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই। কেননা, শেষ চারে যেতে হলে থাকতে হবে গ্রুপের শীর্ষ দুইয়ে।
বাংলাদেশ নিজেদের বাকি দুই ম্যাচে জিতলে পয়েন্ট হবে ৪। ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে, তবে তাদের পয়েন্টও হবে চার। তখন সেরা দুই দল নির্ধারণ হবে রান রেটের ভিত্তিতে। এদিকে টাইগাররা যদি নিজেদের আর একটি ম্যাচে জিতে তাহলে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের ফলের দিকে। আর দুই ম্যাচেই হারলে কোনো হিসাব ছাড়াই বিদায় নিশ্চিত হবে টাইগারদের।